নড়াইলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

0
4
নড়াইলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এর উদ্বোধন
নড়াইলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিভিল সার্জন, নড়াইল এর আয়োজনে সকালে নড়াইল কালেক্টরেট বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী। ১৯ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৫ মার্চ পর্যন্ত।

জেলার কিন্ডার, গার্ডেন,প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ থেকে ১৬ বছর বয়সী মোট প্রায় ১ লক্ষ ৯০ হাজার শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মোঃ ফোরকান মোল্যা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলী, সরকারি কর্মকর্তা,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা এ সময় উপস্থিত থাকবেন।