বাঘারপাড়ায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0
4
কুকুরের কাম*ড়
কু'কুর

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে বাঘারপাড়া উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অরুপ জ্যোতি ঘোষ সভায় সভাপতিত্বে করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ওসি তদন্ত মকবুল হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকির হোসেন, ডা: মোস্তাক আহম্মেদ, ডা: চিন্ময় মৈত্র, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ছবদুল হোসেন খান, জাকির হোসেন, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম তিব্বত, বাবলু কুমার সাহা, আসাদুজ্জামান মিন্টু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনায় ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি প্রোগ্রাম সুপারভাইজার ডা: দিলশাদ হোসেন। জলাতঙ্ক রোগ নির্মূলের আওতায় আগামি ১৯ হতে ২৩ জানুয়ারি ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে সকল কুকুরকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। ৫ দিনে টিকাদান কার্যক্রম সম্পন্ন করবে বলে অবহিতকরণ সভায় জানানো হয়।