বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা

0
5
বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা
বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় বেসরকারি সংস্থা ’নাগরিক উদ্যোগের’ আয়োজনে‘উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি প্রকল্পের আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মৎস্য কর্মকর্তা পলাশ বালা, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নাগরিক উদ্যোগ সমন্বয়কারী পলাশ দাস, প্রেসক্লাব বাঘারপাড়ার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক চন্দন দাস, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, খান কে এম শরাফত উদ্দিন, রাকিব হোসেন, এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইকরামুল কবির মিঠু, শচীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
সভায় কাউকে বাদ দিয়ে নয় বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় কিভাবে আরও বেশী সক্রিয় অংশগ্রহণ ঘটানো যায় তার বিস্তারিত আলোচনা হয়।