নড়াইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

0
5
নড়াইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নড়াইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো পতাকা উত্তোলণ, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৮টায় নড়াইল জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয় ,ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও দুদকের পকাতা উত্তোলণের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এরপর সকাল ৯টায় নড়াইল চৌরাস্তায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তর ও বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী দীর্ঘলাইনে দাড়িয়ে অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার ব্যক্ত করেন।

মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, দুদক সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।