বাঘারপাড়ায় সার-বীজ পাচ্ছেন ৭ হাজার ৪৫ জন কৃষক

0
3
বাঘারপাড়ায় সার-বীজ পাচ্ছেন ৭ হাজার ৪৫ জন কৃষক
বাঘারপাড়ায় সার-বীজ পাচ্ছেন ৭ হাজার ৪৫ জন কৃষক

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ মৌসুমে বোরো হাইব্রীড ও বোরো উফশী ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার অফিসার্স ক্লাবে এ কর্মসূচির উদ্বোধন করেন রনজিৎ কুমার রায় এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস ও কৃষি কর্মকতার্ রুহল আমীন প্রমুখ। এ সময় প্রধান অতিথি রনজিৎ কুমার রায় বলেন, ‘কৃষকরা যথাযথ চাষাবাদ করলে একদিকে বোরো ধানের ফলন বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষকরা খাদ্য চাহিদা মেটানোসহ অর্থনৈতিকভাবে লাভবান হবেন।’ সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায় , ৪ হাজার ৭শ ৭০ জন কৃষক ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে বোরো ধানের বীজ ও ২ হাজার ২শ ৭৫ জন কৃষক ২ কেজি করে হাইব্রীড ধানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হবে।