বাঘারপাড়ায় কিশোরী সংঘের সচেতনতা মূলক প্রশিক্ষণ

0
4
বাঘারপাড়ায় কিশোরী সংঘের সচেতনতা মূলক প্রশিক্ষণ
বাঘারপাড়ায় কিশোরী সংঘের সচেতনতা মূলক প্রশিক্ষণ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় সমন্বিত পল্লী কর্মসংস্থান সহয়তা প্রকল্প (ইরেসপো) -২য় পর্যায়ের আওতায় ১০০ জন শিক্ষার্থী নিয়ে গঠিত কিশোরী সংঘের সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার নারিকেলবাড়ীয়া সেবাসংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরডিবি যশোরের উপপরিচালক কামরুজ্জামান।

প্রশিক্ষণ কোর্সে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রোজিনা পারভীন। কোর্সের সঞ্চালনায় ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজন কুমার প্রামানিক। প্রশিক্ষণে বাল্য বিবাহের কুফল, কিশোরীদের সঞ্চয় করার উপকারীতা, জীবন দক্ষতা, শিক্ষা ও জীবন গড়ার পরিকল্পনাসহ নানা সচেতনতামূলক বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। কিশোরী সংঘের ১০০ জন কিশোরীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন, খাতা, কলম, পেন্সিল, স্কেল শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।