নড়াইলের সেখহাটি ইউনিয়নে বিভিন্ন প্রকল্পে ৬০ লক্ষ টাকার উন্নয়ন কাজ সমাপ্ত

0
13
নড়াইলে অগ্নিকান্ডে

ষ্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার সেখহাটি ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে এডিবি প্রকল্পে বরাদ্দকৃত ৪৬ লক্ষ টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণসহ প্রায় ৬০লক্ষ টাকার উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে।এর মধ্যে ৩৬লাখ টাকা ব্যয়ে তপনবাগ কাদের মৌলভীর বাড়ি থেকে পঁচিশা বাজার পর্যন্ত ১কিলোমিটার সড়ক এবং ১০লাখ টাকা ব্যয়ে দেবভোগ খালের পাড় দিয়ে হাইস্কুল পর্যন্ত সড়কে ইটের সলিং দেয়া হয়েছে বলে জানালেন সেখহাটি ইউপি চেয়ারম্যান গোলক বিশ্বাস।

সেখহাটি ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরে এডিবি প্রকল্পে জনগুরুত্বপূর্ণ দুটি সড়কে ইটের সলিং বাবদ ৪৬লাখ টাকা, এলজিএসপি’র উন্নয়ন সহায়তা তহবিল খাত থেকে ৬লাখ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় সংস্কার,কাশিয়াডাঙ্গা শান্তর বাড়ি থেকে আরাফাতের বাড়ি পর্যন্ত সড়কের উন্নয়ন, আব্দুস ছত্তারের বাড়ি থেকে ইবাদ মোল্যা মাষ্টারের বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন, তপনবাগ প্রাইমারি স্কুল থেকে হরিতলা পর্যন্ত সড়ক, মান্দিয়া স্লুইচ গেট হতে দেবভোগ খেয়াঘাট অভিমূখী সড়ক, মালিয়াট পাঁকা সড়ক থেকে শ্বশ্মান পর্যন্ত সড়কসহ অন্যান্য গ্রামীণ সড়কের উন্নয়ন এবং মহিষখোলা রউফের বাড়ির কাছে ১লাখ টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণসহ ৬টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।এছাড়া শেখহাটি তপনবাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে ও হাতিয়াড়া কেজি স্কুলে ১লাখ টাকার আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। এ অর্থবছরে প্রায় ৩শ’ বয়স্ক ব্যক্তির অনুকূলে বয়স্ক ভাতা চালু এবং সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩০টি টিউবওয়েল বসানো হয়েছে।

স্থানীয় বাশিয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা নিয়ামত আলী বিশ্বাস জানান, অবহেলিত সেখহাটির বিভিন্ন সড়ক ইটের সলিং হওয়ায় আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি।স্থানীয়ভাবে উৎপাদিত ধান,পাট, শাকসবজিসহ বিভিন্ন কৃষি পণ্য দূরদূরান্তে নিয়ে গিয়ে ন্যায্যমূল্যে বিক্রি করতে সক্ষম হচ্ছি।

সেখহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সমীর পাল জানান, ভোটের আগে জনগনকে দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের পরিষদ অঙ্গীকারবদ্ধ।এলাকার প্রকৃত বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী লোকজন যাতে ভাতা পান এবং কার্ডধারী নারী-পুরুষ টিসিবি’র পণ্য,১০টাকা কেজি দরে চাল ও রিলিফের পণ্য সঠিকভাবে পান সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

সেখহাটি ইউপি চেয়ারম্যান গোলক বিশ্বাস আরো বলেন,মাদকমুক্ত সমাজ গঠন এবং অবহেলিত জনপদ সেখহাটির বিভিন্ন সড়ক উন্নয়ন, এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ,মন্দিরসহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।