নড়াইলে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেইনেন্স কোর্সের উদ্বোধন

0
2
নড়াইলে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেইনেন্স কোর্সের উদ্বোধন
নড়াইলে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেইনেন্স কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইন্টনেন্স কোর্সের প্রশিক্ষাণার্থীদের প্রশিক্ষণ এর উদ্বোধন ও বেসিক বিদেশগামী কর্মিদের ৩দিন ব্যাপী প্রাক- বহিগমন ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, নড়াইল এর আয়োজনে নড়াইল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার হল রুমে এ দুটি অনুষ্ঠান আলাদা আলাদা অনুষ্ঠিত হয়।

মোটর ড্রাইভিং উয়ুথ বেসিক মেইন্টনেন্স কোর্সে ২টি ব্যাচে ৮০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে এবং বিদেশগামী ১শত জন প্রশিক্ষণ প্রাপ্ত কর্মি এ ওরিয়েন্টশন সভায় অংশগ্রহণ করে। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর-নড়াইল সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জি) এস এম মাহফুজুর রহমান, জেলা ট্রাফিক, নড়াইলের পুলিশ পরিদর্শক (শহর ও যান) কাজী হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু বিশেষ অতিথি ছিলেন।

কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নড়াইলের অধ্যক্ষ প্রকৌশলী মোহম্মদ শামীম হোসেন এর সভাপতিত্বে সভায়, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের এর কর্মকর্তাগণ, প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমানসহ অতিথিরা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে চলা বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কক্ষ পরিদর্শণ করেন এবং প্রশিক্ষণার্থীদের খোঁজ খবর নেন।