নড়াইলে মুজিব বর্ষের সেরা উপহার সংকলনের মোড়ক উন্মোচন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

0
4
নড়াইলে মুজিব বর্ষের সেরা উপহার সংকলনের মোড়ক উন্মোচন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
নড়াইলে মুজিব বর্ষের সেরা উপহার সংকলনের মোড়ক উন্মোচন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ‘‘মুজিববর্ষের সেরা উপহার’’ সংকলনের মোড়ক উন্মোচন করলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। রবিবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন করেন।

নড়াইল সদর নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের পরিকল্পনা ও বাস্তবায়নে ৪০পৃষ্ঠার এই সংকলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘‘ আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে-এই হচ্ছে আমার স্বপ্ন’’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘‘ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’’ উক্তি প্রকাশ করা হয়েছে।

সংকলনটিতে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থান সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ^তী শীল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের বাণী প্রকাশ করা হয়েছে।
এছাড়া সদর উপজেলা দুই শতক জমিসহ ঘরপ্রাপ্ত ১৬২জন উপকারভোগীর ছবিসহ তাদের ঠিকানা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি উপকারভোগী ভূমিহীন পরিবারগুলির ছবি প্রকাশ করা হয়েছে।

এদিকে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংকলনটি সুন্দরভাবে প্রস্তুত করায় সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের ভূয়সী প্রশংসা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সাদিরা খাতুন, সিভিল সার্জন নাছিমা আক্তার, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।