নড়াইলে ৪ দফা দাবিতে ঔষধ কোম্পানির কর্মকর্তাদের মানববন্ধন

0
53
নড়াইলে ৪ দফা দাবিতে ঔষধ কোম্পানির কর্মকর্তাদের মানববন্ধন
নড়াইলে ৪ দফা দাবিতে ঔষধ কোম্পানির কর্মকর্তাদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

কথায় কথায় চাকুরী থেকে ছাটাইবন্ধসহ ৪দফা দাবিতে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর হাসপাতালের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন ফারিয়ার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরদার কামাল হোসেন, জেলা সভাপতি সেলিম আজাদ, সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম রিপন প্রমূখ।

মানববন্ধনে বক্তরা ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিদের কথায় কথায় কর্মি ছাটাই বন্ধ, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ও টিএ/ ডিএ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা এবং চাকুরীর সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান। এ সময় বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।