রাজধানীতে ভায়াডাক্ট পড়ে প্রাইভেট কারে বাবা-শ্বাশুড়ি, শিশুসহ ৫ জনের মৃত্যু! নবদম্পতি জীবিত!

0
10
রাজধানীতে ভায়াডাক্ট পড়ে প্রাইভেট কারে বাবা-শ্বাশুড়ি, শিশুসহ ৫ জনের মৃত্যু! নবদম্পতি জীবিত!
রাজধানীতে ভায়াডাক্ট পড়ে প্রাইভেট কারে বাবা-শ্বাশুড়ি, শিশুসহ ৫ জনের মৃত্যু! নবদম্পতি জীবিত!

নিউজ ডেস্ক

সোমবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) প্রকল্পের ভায়াডাক্ট পড়ে প্রাইভেট কারে থাকা শিশুসহ ৫জন যাত্রী নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। প্রাইভেট গাড়িটিতে ৭ জন ছিল বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২৬০০৮। গাড়িতে বেঁচে যাওয়া দুজন হলেন নবদম্পতি।

জসিম উদদীন সড়ক এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে ক্রেন দিয়ে ভায়াডাক্ট ওঠানোর সময় এটি পড়ে একটি গাড়ির ওপর। ওই গাড়ি চালাচ্ছিলেন নিহত রুবেল মিয়া (৬০), এছাড়া ভায়াডাক্টচাপায় নিহত হন, ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। চাপা পড়া সেই গাড়ি থেকে রুবেলের ছেলে হৃদয় (২৬) এবং তার স্ত্রী রিয়াকে (২১) উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে পাঠানো হয়।

নিহতের পরিবার জানায়, হৃদয়ের সঙ্গে রিয়া মনির বিয়ে হয় গত শনিবার। বৌভাত শেষে দক্ষিণ খান থেকে আশুলিয়ায় যাচ্ছিল তাদের গাড়িটি। গাড়ি চালাচ্ছিলেন হৃদয়ের বাবা রুবেল।