শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী নড়াইলে পালিত

0
9
শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী নড়াইলে পালিত
শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী নড়াইলে পালিত

স্টাফ রিপোর্টার

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী নড়াইলে পালিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জন্মবার্ষিকী পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন সংগনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয় । এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী,পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ,মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসক এর সভাকক্ষে নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা পুলিশ সুপার প্রবির কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শ্বাসতি শীল, তথ্য অফিসর মেহেদী আল মাসুদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু , বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা এডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, আনসার বিকাশ চন্দ্র রায় প্রমুখ।