সকল নাগরিকের ধর্ম পালনের সমান অধিকার নিশ্চিত ও শিক্ষক নিপীড়ন বন্ধের দাবি

0
5
সকল নাগরিকের ধর্ম পালনের সমান অধিকার নিশ্চিত ও শিক্ষক নিপীড়ন বন্ধের দাবি
সকল নাগরিকের ধর্ম পালনের সমান অধিকার নিশ্চিত ও শিক্ষক নিপীড়ন বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় শুক্রবার (২২ জুলাই) সকল নাগরিকের ধর্ম পালনের সমান অধিকার নিশ্চিত, শিক্ষক নিপীড়ন বন্ধ এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, লুট, অগ্নিসংযোগের বিচারের দাবীতে রুদ্রবীনা, আলোর ছন্দ, আনন্দধারা খেলাঘর আসর কর্তৃক আয়োজিত পথসভা বিকাল ৫ টা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রেলওয়ে স্টেশন, ঝলমল সিনেমাহল মোড় ও ধানমহাল এ অনুষ্ঠিত হয়।

উক্ত পথ সভায় প্রকৌশলী রিয়াজুল হাসনাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী একরাম হোসেন, বাংলাদেশ কৃষক সমিতি, গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, শিক্ষক- গোলাম মোহাম্মদ, পলাশ মাজহার, উজ্জ্বল রবিদাস, পলাশ বাঙালী সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।

সভায় বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ও শিক্ষক নিপীড়ন বন্ধের জোড় দাবি এবং বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন সহ দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।