নড়াইলে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়

0
5
নড়াইলে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়
নড়াইলে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়

স্টাফ রিপোর্টার

“জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২” (২৩ জুলাই- ২৯ জুলাই) উদযাপন উপলক্ষ্যে নড়াইলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রশাসন ও জেলা মৎস্য অফিস, নড়াইল এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এ সপ্তাহ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সহ মৎস্য সেক্টরের সাফল্য, এ সেক্টরের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালী , প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, সপ্তাহের উদ্বোধন,আলোচনা সভা, সেমিনার, সচেতনতা মুলকসভা, সফল মৎস্য চাষী/ব্যক্তি/ উদ্যোগক্তা/ প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/ অভিযান পরিচালনা,মৎস্য চাষ প্রশিক্ষন, প্রমান্য চিত্র প্রদর্শন, মাইকিং ও ফেষ্টুন এর মাধ্যমে প্রচার প্রচারনা, মৎস্য চাষের উপকরন বিতরনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা, এইচ এম বদরুজ্জামান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, সিনিয়র মৎস্য কর্মকর্তা হোসনে আরা হ্যাপী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার, সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।