লোহাগড়ায় ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে পৌনে তিন লাখ টাকা বৃত্তি প্রদান

0
23
লোহাগড়ায় ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে পৌনে তিন লাখ টাকা বৃত্তি প্রদান
লোহাগড়ায় ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে পৌনে তিন লাখ টাকা বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় শিক্ষা বিস্তারের মহান ব্রত নিয়ে গঠিত রিজিয়া ইউসুফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রায় পৌনে তিন লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। গত শনিবার (১৬ জুলাই) দুপুরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয় রিজিয়া মঞ্জিল সংলগ্ন ও ফাউন্ডেশন পরিচালিত নব প্রতিষ্ঠিত রিজিয়া ইউসুফ গার্লস হাই স্কুলের হলরুমে এই বৃত্তি প্রদান করা হয়। এটি ফাউন্ডেশনের ১৬তম বৃত্তি প্রদান অনুষ্ঠান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি পরিবারের অন্যতম সদস্য আবু ফিরোজ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান রুনু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আজীবন সদস্য এ্যাডঃ আবদুস ছালাম খান,দাতা সদস্য আবুল বাশার, লোহাগড়া পৌর সভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, ইতনা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, কাশিপুর এসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, লক্ষীপাশা গার্লস পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, রিজিয়া ইউসুফ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক বিভাস চন্দ্র বোস। পরে এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে চার হাজার টাকা করে মোট ৮০,০০০/ টাকা,এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা , উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ১২জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট এক লক্ষ বিশ হাজার টাকা এবং বিশেষ ক্যাটাগরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন অতি দরিদ্র শিক্ষার্থীকে ১২ হাজার টাকা সহ সর্ব মোট ২,৭২,০০০/ টাকা বৃত্তি প্রদান করা হয়।