নড়াইলে মাঠ দিবস অনুষ্ঠিত

0
6
নড়াইলে মাঠ দিবস অনুষ্ঠিত
নড়াইলে মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যাবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ব্রি ধান-৮৯ এর ওপর কৃষক মাঠ স্কুলের সমাপনী অনুষ্ঠান ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুন) বিকেলে সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের আশরাফ মোল্যার বাড়ীর পাশে মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের সহযোগিতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর আয়োজনে অনুষ্ঠিত মাট দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়।

নড়াইল সদরের নূরানী পানি ব্যাবস্থপনা দলের সভাপতি মোঃ মিজানুর রহমান মোল্যার সভাপতিত্বে মাঠ দিবসে অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, মোঃ মহিয়ার রহমান, সরকারি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগনসহ দুই শতাধিক কিষাণ- কিষাণী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের পানি ব্যাবস্থাপনা সংগঠন মনিটর জয়দেব কুমার পাল।

হাইব্রীড জাতের ব্রি ধান-৮৯ চাষে অধিক ফলন পাওয়া যায় হেক্টর প্রতি ফলন ৭ দশমিক ৬২ মেট্রিক টন। এ ধান চাষে সময় কম লাগে এবং উৎপাদন ব্যয় অনেক কম হয় বলে মাঠ দিবসে জানানো হয়। এছাড়াও এ ধান চাষের উপকারিতার বিভিন্ন বিষয়ে মাঠ দিবসে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে কৃষক মাঠ স্কুলের সেরা ৩জন কৃষককে পুরস্কৃত করা হয়।