গৌরীপুরে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ শুরু

0
8
গৌরীপুরে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ শুরু
গৌরীপুরে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ শুরু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৭মে) উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। সরকারের অভ্যন্তরীন বোরো সংগ্রহের আওতায় চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ৯৯৩ মেট্রিক টন ধান ও ১০ হাজার ৭৬০ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চাল ৪০ টাকা ও প্রতি কেজি ধান ২৭ টাকা দরে ক্রয় করা হবে।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ইউপি চেয়ারম্যান আল মুকতাদির শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, গৌরীপুর খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া, শ্যামগঞ্জ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার, রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ প্রমুখ।