নড়াইলে চিত্রশিল্পী সুলতানের পালিত পুত্র চিত্রশিল্পী দুলাল সাহার মৃত্যুবার্ষিকী পালিত

0
18
নড়াইলে চিত্রশিল্পী সুলতানের পালিত পুত্র চিত্রশিল্পী দুলাল সাহার মৃত্যুবার্ষিকী পালিত
নড়াইলে চিত্রশিল্পী সুলতানের পালিত পুত্র চিত্রশিল্পী দুলাল সাহার মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত পুত্র, সুলতানের হাতে গড়া ছবি আঁকার প্রতিষ্ঠান শিশু স্বর্গ, মূর্ছনা সংগীত নিকেতন ও লাল বাউলের চিত্রাংকন বিভাগের শিক্ষক চিত্রশিল্পী দুলাল চন্দ্র সাহার ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৭মে) সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের আয়োজনে শহরে শোক র‌্যালি এবং কুরিগ্রমস্থ শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটুর সভাপতিত্বে বক্তব্য দেন সাংস্কৃতিক জোট, নড়াইলের মাহাবুবুর রহমান লিট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতা বৈরাগী, প্রলয় কীর্ত্তনীয়া, সালাউদ্দীন শিতল প্রমুখ।

উল্লেখ্য, প্রয়াত এ চিত্রশিল্পী সুলতানের হাতে গড়া ছবি আঁকার প্রতিষ্ঠান শিশু স্বর্গ, মূর্ছনা সংগীত নিকেতন ও লাল বাউলের চিত্রাংকন বিভাগের শিক্ষক ছিলেন। ২০১৪ সালের (৭মে) এই শিল্পী দেহ ত্যাগ করেন। শহরের কুরিগ্রামস্থ শিল্পীর বাসভবনে তার সমাধিস্থ করা হয়।