লোহাগড়ায় ভুয়া সনদে আনসার ভিডিপির চাকুরী করার অভিযোগ

0
11
সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় আনসার ভিডিপি অফিসে এক মহিলা ভুয়া শিক্ষা সনদ জমা দিয়ে চাকুরী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের অনন্ত কুমার রায়ের স্ত্রী সুবর্ণা রানী রায় এসএসসি পাশের সনদ জমা দিয়ে লোহাগড়া আনসার ভিডিপি অফিসে ৬/৭ বছর ধরে চাকুরী করে আসছে। তার জমাকৃত এসএসসি সনদে উল্লেখ আছে, স্বামী-মনিতোশ বিশ্বাস, মাতা- মায়া রানী বিশ্বাস, লোহাগড়া সেকেন্ডারি স্কুল, রোল নং-৪২৮৮৭৫, পাশের সন ২০০৯। খোঁজ নিয়ে জানা গেছে, লোহাগড়াতে ওই নামে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। অথচ সুবর্ণা রানী ভুয়া সনদ দিয়ে গত ৬/৭ বছর ধরে ফাঁকী দিয়ে চাকুরী করে আসছেন।

এ ব্যাপারে সবর্ণা রানী রায় কোন সদউত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিউজ না করার জন্য অনুরোধ করেন। লোহাগড়া উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মোসাঃ আফরোজা বেগম বলেন, সবর্ণা রানী রায় আমাদের অফিসে উম্মুক্তের এসএসসি পাশের সনদ জমা দিয়েছে। তবে সে যে পোষ্টে চাকুরী করে তাতে এসএসসি পাশের কোন দরকার হয় না।