লোহাগড়ায় ১৩০ মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

0
5
লোহাগড়ায় ১৩০ মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
লোহাগড়ায় ১৩০ মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে ১৩০ জন মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে বায়তুল মামুর জামে মসজিদ চত্বরে সালেহা ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

ফাউন্ডেশনের সভাপতি সালেহা খানম এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ইতনা ইউপির চেয়ারম্যান শেখ সিহানুক রহমান। অনুষ্টানে বক্তব্য রাখেন সালেহা ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী শফিক আহমেদ খান শিমুল, বীর মুক্তিযোদ্ধা কবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মৃধা, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান , শিক্ষক আবুল বাশার, লুৎফর রহমান, কাজী আল হেলাল প্রমুখ।

জানা গেছে, ইতনা ইউনিয়নে অবস্থিত ১২ টি সরকারি প্রাথমিক বিদালয় ও ১টি মাদ্রাসার ৬৫ জন মেধাবী শিক্ষাথীদের প্রত্যেককে ১২শ টাকা এবং আরো ৬৫ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে ৮শ করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।