নড়াইলে প্রান্তিক জনগোষ্ঠির কর্মের উন্নয়নে ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

4
6
নড়াইলে প্রান্তিক জনগোষ্ঠির কর্মের মান্নোয়নে ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নড়াইলে প্রান্তিক জনগোষ্ঠির কর্মের উন্নয়নে ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

নড়াইল প্রতিনিধি

নড়াইলের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠিকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে তাঁদের নিজ নিজ কর্মের মানোন্নয়নে ৫দিনব্যাপী সফট স্কীল প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক রতন কুমারহালদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন,জেলা সমাজ সেবা বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোহম্মদ কামরুজ্জামান।

জেলা সমাজ সেবা কর্মকর্তা রতন কুমার হালদার জানান, প্রশিক্ষণ কর্মশালায় প্রান্তিকজন গোষ্ঠির ১৮০ জনকে পর্যায় ক্রমে ৩০ জন করে ৬ ব্যাচে ৫ দিন প্রশিক্ষণ প্রদাান করা হবে। তিনি বলেন,জেলায় ২২৭ জন কামার, ৫০১ জন কুমার,৩৭৯ জননাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারি ৮০৩ জন, কাঁসা-পিতলপন্য প্রস্তুতকারি ৮,জুতা মেরামত ও প্রস্তুতকারি ২০২,লোকজ যন্ত্র ৮৩ জন, নকশী কাঁথাশিল্পী ২২৭ জন, লোকজ কন্ঠশিল্পী ৬৪ জন সর্বমোট ২ হাজার ৪৯৪ জনকে সফটওয়্যারে এন্ট্রি করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলার ৭৯৬ জন নড়াইল পৌরসভার ১৪২ জনের মধ্য থেকে ১৮০ জনের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ হচ্ছে। তিনি আরো বলেন, প্রশিক্ষণ শেষে প্রত্যেককে আর্থিক সহায়ততা প্রদান করা হবে।