দুর্ঘটনা কবলিত ইঞ্জিন চালিত ট্রলির নীচে মাটিতে চা/পা পড়া দু’শ্রমিককে উদ্ধার

0
5
নড়াইল শহরের মাস্টার প্লান নিয়ে মত বিনিময়, চিত্রার পাড়ে অ*বৈধ স্থাপনা উ*চ্ছেদ হবে
নড়াইল, Narail District

স্টাফ রিপোর্টার

নড়াইল ফা/য়ার সার্ভিস সদরের ধোন্ধা এলাকায় দুর্ঘটনা কবলিত ইঞ্জিন চালিত ট্রলির নীচে মাটিতে চা/পা পড়া দু’শ্রমিককে উদ্ধার করেছে। তারা হলেন লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ট্রাক্টর চালক মোঃ জিবরান (২৮) ও শ্রমিক মোস্তাফিজুর রহমান (৩০)। মাটি চাপা পড়ে আহত হওয়া দু’শ্রমিককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার মোঃ মাসুদ রানা জানান, শুক্রবার (৭ জানুয়ারী) বিকেলে এ দু’শ্রমিক ইঞ্জিন চালিত ট্রলিতে মাটি বোঝাই করে নড়াইল-মাগুরা সড়কে সদরের ধোন্দা গ্রামে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিসহ রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়। এ সময় তারা ট্রলির চারপার্শ্বে মাটিতে আটকা পড়ে। ফায়ার সার্ভিস খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌছে ফা/য়ার সার্ভিসের হাইড্রোলিক স্পেডার মেশিন দিয়ে ট্রলিসহ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।