নড়াইলের আদালতে স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রায়

2
88
নড়াইল কোর্ট
নড়াইল কোর্ট

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলা ও দায়রা জজ আদালত এখন ন্যায়বিচার প্রত্যাশী মানুষের আশার বাতিঘর

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে দ্রুতগতিতে এগিয়ে চলছে বিচারকার্য। বর্তমান সময়ে কোন মামলা বিচারের জন্য উক্ত আদালতে বদলী হওয়ার পর মাত্র ১/২ কার্য দিবসের মধ্যেই বিচারকার্য সমাপ্ত হচ্ছে। সকাল থেকে মধ্যাহ্ন এর পর পর্যন্তও একটানা চলে সাক্ষ্য গ্রহন। শুধু গত নভেম্বর মাসেই নড়াইল জেলার জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান বাহাদুর নিষ্পত্তি করেছেন ১৮৫টি মামলা। এর মধ্যে ফাঁ/সির আদেশ হয়েছে ০৬টি মামলায়। যাবদজ্জী/বন সাজা প্রদান করা হয়েছে ২১ জন আসা/মিকে যাদের মধ্যে ২ জন আসা/মীকে প্রদান করা হয়েছে আমৃ/ত্যু যাব/জ্জীবন। গত বছর এর ২৯ নভেম্বর নড়াইল জেলার বর্তমান জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান জেলা জজ হিসেবে যোগদান করেন। তাঁর যোগদানের মাত্র ০১ বছর পূর্তি হলেও এই এক বছরেই নড়াইল বিচারঙ্গনের আমূল পরিবর্তন সাধিত হয়েছে। শুধু মামলা নিষ্পত্তির দিক থেকেই নয়, ডিজিটালাইজেশনের দিক থেকেও এগিয়ে গেছে নড়াইল বিচার বিভাগ। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে বসেছে ডিজিটাল কজলিস্ট। এচছাড়াও আদালত এর প্রবেশস্থানে বসানো ঝয়েছে তথ্যকেন্দ্র ও তথ্যকনিকা। পুরো আদালত চলে এসেছে সিসিটিভি এর আওতায়।

শুধু বিচারকার্য নয়, বর্তমান সময়ে নড়াইল জেলার লিগ্যাল এইডের কার্যক্রমও এখন বহুলাংশে দৃশ্যমান। করোনা কালীন সময়ে পুরো দেশ যখন স্থবির ছিল, শুধু নড়াইল জেলার লিগ্যাল এইড অফিস সাধারণ জনগণকে আইনী সেবা বিতরণ করে গেছে নিরলসভাবে। সমগ্র বাংলাদেশে শুধু নড়াইল একমাত্র জেলা যেখানে করোনাকালীন সময়ে যথাযথ সাস্থ্যবিধি মেনে লিগ্যাল এইড দিবস ২০২১ উদযাপন করা হয়েছে, দরিদ্র জনগণকে বিতরণ করা হয়েছে গেঞ্জি ও ক্যাপ। শুধু তাই নয়, নড়াইল জেলার সর্বপ্রথম বারের মত লিগ্যাল এইড বিষয়ক প্রকাশনা ‘চিত্রা পাড়ের স্বপ্ন’ প্রকাশিত হয়েছে ২০২১ সালে। তাই এ কথা এখন নির্ধিধায় বলা যায় দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে নড়াইল বিচার বিভাগ এখন সমগ্র দেশের জন্য অনুসরনীয়।