নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

0
9
নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য আবাসন প্রকল্পের আওতায় “বীর নিবাস” এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে শহরের মহিষখোলা এলাকায় বীর মুক্তিযোদ্ধা খোকন দেবনাথের বাড়িতে বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীরমু্িক্তযোদ্ধা তবিবুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় বীরমুক্তিযোদ্ধা খোকন দেবনাথ বলেন, ‘ আমি আর্থিকভাবে খুব অস্বচ্ছল। সরকারীভাবে একটি ঘর পেয়ে আমি ভীষণ খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং সৃষ্টিকর্তা যেন দীর্ঘজীবি করেন।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের আওতায় নড়াইল সদর উপজেলায় ১১টি “বীর নিবাস” নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘর নির্মাণের জন্য ১২লাখ ৭৬ হাজার ৪৩৭ টাকা করে ব্যয় হবে। ১১টি ঘর নির্মাণে মোট ব্যয় হবে ১ কোটি ৪০লাখ ৪০ হাজার ৮০৮ টাকা।