খুলনা হতে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার

4
20
খুলনা হতে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার
খুলনা হতে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার (১৬ নভেম্বর) র‌্যাব-৬,(সদর কোম্পানী),খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কেএমপি খুলনার লবনচরা থানাধীন রূপসা নদী হতে ট্রলার যোগে কতিপয় ব্যক্তি ভারতীয় মালামাল পাচার করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি কেএমপি খুলনার লবনচরা থানাধীন রূপসা সেতুর নিচে নদীর পারে একটি ইঞ্জিন চালিত ট্রলারে অভিযান পরিচালনা করে ১। ১৭২১ (সতেরশত একুশ) পিস ভারতীয় শাড়ী, ২। ৫২০(পাঁচশত বিশ) পিস ভারতীয় শাল, ৩। ৬০(ষাট) পিস লেহাঙ্গা শাড়ী, ৪। ইঞ্জিন চালিত ট্রলার ০১টি, ৫। সৌর সোলার ০১টি, ৬। অ্যামপ্লিফারয়ার ০১টি, ৭। ০১টি সাউন্ড বক্স, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক অবৈধ বাজার মূল্য সর্বমোট= ১,২৭,৩৬,০০০/-(এক কোটি সাতাশ লক্ষ ছত্রিশ হাজার) টাকা।

পরবর্তীতে জব্দকৃত মালামাল কেএমপি খুলনার লবনচরা থানায় হস্তান্তর করতঃ অজ্ঞা/তনামা আসা/মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামীদের দ্রুত গ্রেফতার করার লক্ষে র‌্যাব চোরাচালানের সাথে সম্পৃক্ত সকল ধরনের তৎপরতা অব্যাহত রাখছে।