নড়াইলের লোহাগড়ায় আমন ব্রি হাইব্রিড-৬ ধান ক/র্তন ও মাঠ দিবস পালিত

0
5
নড়াইলের লোহাগড়ায় আমন ব্রি হাইব্রিড-৬ ধান ক/র্তন ও মাঠ দিবস পালিত
নড়াইলের লোহাগড়ায় আমন ব্রি হাইব্রিড-৬ ধান ক/র্তন ও মাঠ দিবস পালিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমন ব্রি হাইব্রিড-৬ ধান চাষ করুন, কৃষকরা অধিক মুনাফা অর্জন করুন। বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ-পাংখার চর গ্রামে কৃষক অনুকূল বিশ্বাসের তিন একর জমির সর্ব প্রথম আমন ব্রি হাইব্রিড-৬ ধান ক/র্তনের এবং মাঠ দিবস পালিত হয়েছে। এসময় তিনি আরো বলেন, একর প্রতি একশ মন ধান উৎপাদন হয়েছে। আমন মেীসুমে একটি স্বল্প মেয়াদি উচ্চ ফলনশীল জাতের ধান এ চাষে কৃষক লাভবান হবে।

লোহাগড়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে আমন ব্রি হাইব্রিড-৬ ধান ক/র্তনের সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আনচলিক কার্যালয় গোপালগঞ্জ এর ধান গবেষক মোঃ ফারুক হোসেন খান, ইতনা ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইমরানুর রহমান, ইতনা কলেজের অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার, কৃষক অনুকূল সরকার প্রমুখ।