নড়াইলের কালিয়ায় নৌকার মাঝি হলেন তিন নারী

0
32
নড়াইলের কালিয়ায় নৌকার মাঝি হলেন তিন নারী!
নড়াইলের কালিয়ায় নৌকার মাঝি হলেন তিন নারী!

স্টাফ রিপোর্টার

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নড়াইলের কালিয়ায় ১২টি ইউনিয়নের মধ্যে ৩ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলীয় একাধিক সূত্র তাদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কালিয়া উপজেলার ১২টি ইউপির নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলার ইউনিয়ন গুলোতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন ১২২জন। দীর্ঘ জল্পনা কল্পনার পর গত শুক্রবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষ ৩ নারী প্রার্থীসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বলে দলীয় সূত্র গুলো জানিয়েছে।

মনোনয়ন প্রাপ্ত তিন নারী হলেন, উপজেলার খাশিয়াল ইউনিয়নে মোসা. হালিমা বেগম, হামিদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পলি বেগম ও মাউলী ইউনিয়নে রোজী হক।

এছাড়া বাকি ইউনিয়ন গুলোতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন,কলাবাড়িয়ায় তালুকদার রাজিউল হাসান, বাঐসোনায় শাহ মো.ফোরকান মোল্যা, জয়নগরে মুন্সি আনোয়ার হোসেন, পহরডাঙ্গায় নির্মল কুমার মন্ডল, পুরুলিয়ায় এস এম হারুনার রশীদ, চাচুড়ীতে মো. সিরাজুল ইসলাম হিরক, সালামাবাদে এফ এম শামীম আহম্মেদ, ইলয়াছাবাদে মো. ফিরোজ মল্লিক ও বাবরাহাচলা ইউপিতে মো.তারা মিয়া সরদার।