১৮টি হরিণের চা/মড়াসহ ০২ জন গ্রেফতার

3
4
১৮টি হরিণের চা/মড়াসহ ০২ জন গ্রেফতার
১৮টি হরিণের চা/মড়াসহ ০২ জন গ্রেফতার

ওশান ডেস্ক

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গোয়েন্দা তথ্যের মাধ্যমে বাগেরহাট সদর থানা এলাকা হতে ১৮টি হরিণের চা/মড়াসহ ০২ জন গ্রেফতার করেছে র‌্যাব-৬ (সদর কোম্পানী), খুলনা এর একটি আভিযানিক দল।

সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার সদর থানাধীন বারাকপুর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি অবৈ/ধভাবে আহরিত হরিণের চা/মড়া ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করতে থাকে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‍্যাবের আভিযানিক দলটি বাগেরহাট জেলার সদর থানাধীন বারাকপুরস্থ শ্রীহাট বাজার হতে বাগেরহাটগামী পাকা রাস্তায় বারাকপুর বাজারে কাশেম প্লাজার নামক মার্কেটে অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী (১) মোঃ আব্দুল হাকিম(৫০) (পিতা-মৃত রফিজ উদ্দিন ফরাজী, মাতা-ফুলবড়ু বিবি, সাং-বহরবনিয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট) ও মোঃ কামরুল ইসলাম (৩৫) কে (পিতা-মৃত আলী মিয়া হাওলাদার, মাতা-শাহিদা বেগম, সাং-সোনাতলা, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট) গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদ্বের হেফাজত হতে ০২টি বড় প্লাষ্টিকের ব্যাগে রক্ষিত অবস্থায় অবৈ/ধভাবে আহরিত ১৮টি হরিণের চা/মড়া, ০২টি মোবাইল ফোন এবং নগদ-২,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় স্বীকার করে যে, তারা পরস্পর যোগশাজসে সুন্দরবন হতে চা/মড়াসহ হরিণের মাং/স সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে কতিপয় উচ্চ বিলাসী মানুষের নিকট অধিক মোনাফার লোভে সরবরাহ করত। গ্রেফতাকৃত আসামীদ্বয়কে বাগেরহাট সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।