বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত

0
14
বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন বামসা এর আয়োজনে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফেয়ার লেবার মাইগ্রেশন প্রজেক্টের আওতায় স্থানীয় পর্যায়ে অভিবাসন বিষয়ক আইন ও নীতিমালা প্রয়োগ এবং সেবা প্রদানে সীমাবদ্ধতা এবং সুপারিশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়র রহমান।

এসময় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মসুদ, সিনিয়ার জুডিসিয়াল বিচারক মোরসেদুল আলম, টিটিসি’র অধ্যক্ষ শামীম হোসেন, বমসা সভাপতি লিলি জাহান, জেসমিন আক্টার, সচিব শেখ রোমানা, এ্যাডভোকেট আকাশ, নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবীর টুকু, সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সাংবাদিক হুমায়ুন কবির রিন্টু, বিচারক বৃন্দ, সাংবাদিক, এডভোকেট ও অংশগ্রহণকারী সদস্যবৃন্দ। কর্মশালায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মসুদ।