নড়াইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা

1
6
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

নড়াইলে ৪ দফা দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার রাতে (৩০ সেপ্টেম্বর) নড়াইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা সংগ্রাম পরিষদ’র আহবায়ক আমিনুল হাসান মিঠু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবি’র কেন্দ্রিয় কমিটি’র শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ ইদরীস আলী।

স্বাগত বক্তব্য দেন আইডিইবি’র নড়াইল জেলা শাখা’র সভাপতি জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবি কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান,লোহাগড়া পানি উন্নয়ন বোর্ড’র উপ-বিভাগীয় প্রকৌশলী স্বপন কুমার ঘোষ, আইডিইবি’র নড়াইল জেলা শাখা’র সাধারণ সম্পাদক রমিচ উর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক কল্পনা খাতুন, সংগ্রাম পরিষদ’র যুগ্ম আহবায়ক আশিক এলাহী। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নড়াইল জেলা শাখা’র সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাস। বক্তারা ডিপ্লোমা ইঞ্জনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদহ্রাসের আ/ত্মঘা/তি উদ্যোগ বন্ধ ও ৪ দফা দাবিদ্রুত বাস্তবায়নের আহবান জানান।