আজ নড়াইলে “বিশ্ব পযটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ” 

3
14
আজ নড়াইলে “বিশ্ব পযটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ” 
নৌকা বাইচ

স্টাফ রিপোর্টার

নড়াইলে শনিবার (২অক্টোবর) চিত্রা নদীতে গ্রাম বাংলার অন্যতম লোকউৎসব “বিশ্ব পযটন দিবস এসএম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ৬টি জেলার ১৫টি নৌকা বাইচে অংশগ্রহন করবে। শনিবার দুপুর ২টায় শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে সুলতান সেতু পর্যন্ত আড়াই কিলো মিটার এ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার উদ্বোধন করবেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী,এমপি। বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়েজেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ তথ্য জানানো হয়।

প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি,এম কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ,খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নৌকা বাইচ’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা। সভাপতিত্ব করবেন নড়াইলের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।

বৃহস্পতিবার দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংএ জানানো হয়। প্রেস ব্রিফিং এ নৌকা বাইচ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নড়াইলের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থা ও এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমূখ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিযোগিতায় পাবনা, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, খুলনা ও নড়াইলের ১৫টি নৌকা টালাই (ছোট গলই) গ্রুপে ৬টি এবং কালাই (বড়ো গলই) গ্রুপে ৮টি নৌকা বাইচে অংশগ্রহণ করবে। এছাড়া মহিলাদের ১টি নৌকা সৌজন্যমূলকভাবে বাইচে অংশগ্রহন করবেন।

নড়াইল ছাড়াও বিভিন্ন জেলা থেকে আশা অর্ধ লক্ষ মানুষ নদীর দু’পাড় এমনকি বাড়ির ছাঁদ ও গাছে উঠে, নদীতে নৌকা ও ট্রলারে চড়ে এ বাইচ উপভোগ করবেন। আয়োজকদের পক্ষ থেকে চিত্রা নদীতে শারিগানের দল থাকবে। তারা নেচে-গেয়ে দর্শকদের বাড়তি আনন্দ ও বাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ দিবে।