নড়াইলে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা!

0
61
নড়াইলে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী এস এম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা!
নড়াইলে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী এস এম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা!

স্টাফ রিপোর্টার

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগাসী ২ অক্টোবর নড়াইলে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী “পর্যটন দিবস- এস এম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা । বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় জানানো হয়, ওই দিন দুপুর ২ টায় চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহাবুব আলী। প্রথম পুরস্কার হিসাবে থাকছে মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ। এছাড়া অংশগ্রহকারীদের জন্য থাকছে সৌজন্য পুরস্কার।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ। প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ ঘোষণার ফলে আশা করা হচ্ছে এ প্রতিযোগিতা আগের তুলনায় মনোমুগ্ধকর হবে। এবার এস এস সুলতান পর্যটন নৌকা বাইজ প্রতিযোগিতায় সম্ভাব্য খরচ ৭ লক্ষ
নির্ধারন করা হয়েছে। যা আগের তুলনায় বেশি।