ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের সাথে নড়াইলেও খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান

2
6
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশের সাথে নড়াইলেও খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশের সাথে নড়াইলেও খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের সাথে নড়াইলেও খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় করোনা সংক্রমণ সতর্কতায় প্রতিটি বিদ্যালয়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাগত জানাতে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যানার-ফেস্টুন-বেলুন দিয়ে বিভিন্ন ভাবে জানানো হয়েছে। স্কুলে ঢোকার প্রধান ফটকে শিক্ষার্থীদের লাল গোলাপের শুভেচ্ছা জানানো হচ্ছে। এছাড়াও তাপমাত্রা মাপা হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর, শিক্ষা প্রতিণ্ঠান সমুহে প্রবেশের সময় সকল শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার, মাস্ক ব্যাবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা মেনে চলতে হচ্ছে।

প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিন পর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে খুশি শিক্ষার্থীরা। তারা জানালেন, এতদিন স্কুল বন্দ থাকার কারণে আমাদের পড়া শুনার অনেক ক্ষতি হয়েছে, এখন স্কুল খোলাই পড়াশুনা ভাল হবে,এখন একদিন কলাস হচ্ছে, আমরা চাই দ্রুতই যেন সপ্তাহের বাকী কয়দিন যেন স্কুল খোলা থাকে।

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদার জানান, দীর্ঘ ১৮ মাস স্কুল বন্ধ থাকার পর শিক্ষা মন্ত্রণালয়, মাউসি ও উপ-পরিচালক মহোদয়ের নির্দেশনায় অনুযায়ি ক্যাম্পাস পরিস্কার পরিছন্ন, স্বাস্থ্য সম্মত করেছি, হাইজেনিক করেছি, সব সময় স্যানিটাইস করা হচ্ছে। শিক্ষাথীদের মানসিক ভাল লাগার জন্য মেইন গেটে তাদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেয়া হচ্ছে। আমরা এমন ভাবে ক্লাস রুটিন করেছি যাতে এক ক্লাসের শিক্ষার্থী ডোকা বা বের হবার সময় কারো সাথে যাতে দেখা না হয়। স্বাস্থ্য সম্মত ভাবে ক্লাস চলছে। সকল শিক্ষার্থী যাতে সুস্থ থাকে, নিরাপদে থাকে, ভালো থাকে সে জন্য আমিসহ আমার প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক-কর্মচারি আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি।