বিইউবিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ৫-৭ আগস্ট

4
49
বিইউবিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ৫-৭ আগস্ট
বিইউবিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ৫-৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক/এসএলএ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) তে আগামী ৫ থেকে ৭ আগস্ট ২০২১ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স এন্ড কনটেম্পোরেরি টেকনোলজিস (আই.সি.এস.সি.টি) শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর অপটিমাম গ্রোথ’ শ্লোগান নিয়ে সম্মেলনটি রাজধানীর রূপনগরে বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে কোভিড-১৯ মহামারি উদ্ভূত পরিস্থিতিতে হাইব্রিড মোডে (Mode) অনুষ্ঠিত হবে।

দেশ ও বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিল্প-পেশাদার ও শিক্ষাবিদগণ সম্মানিত অতিথি হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করবেন। তারা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সি.এস.ই), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইন্ডাস্ট্রি ৪.০ অ্যাপলিকেশন্স, বিজনেস ইনফরমেটিকস, রোবোটিকস ও সাইবার-ফিজিক্যাল সিস্টেমস ইত্যাদি ক্ষেত্রে নিজেদের বৈজ্ঞানিক অর্জন ও টেকসই শিল্প উন্নয়নের তাৎপর্য উপস্থাপন করবেন।

আগামী ০৫ আগস্ট সকাল ১০ টায় ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ০৭ আগস্ট বিকাল ০৫টায় সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। অন্যান্য পৃষ্ঠপোষকগণ হলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য এ এফ এম সারওয়ার কামাল এবং বিইউবিটি’র উপদেষ্টা প্রফেসর মো. আবু সালেহ। বিইউবিটি’র উপাচার্য প্রফেসর ড. মো. ফৈয়াজ খান সম্মেলনের অন্যতম পৃষ্ঠপোষক এবং তিনি জেনারেল চেয়ার হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন।

আন্তর্জাতিক সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন ড. সাইফুর রহমান, জোসেফ লরিং প্রফেসর, ডিপার্টমেন্ট অব ইসিই, ভার্জিনিয়া টেক, যুক্তরাষ্ট্র, প্রবন্ধ: Role of the Smart Grid in Facilitating the Integration of Renewables, ড. পুমপাট সেনগুডুমলার্ট, এসোসিয়েট প্রফেসর, ক্রকস, ব্যাংকক ইউনিভার্সিটি, প্রবন্ধ: Multi-Carrier Modulation Techniques for Visible Light Communication, ড. সিলিয়া শাহনাজ, প্রফেসর, ডিপার্টমেন্ট অব ইইই, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট), প্রবন্ধ: ২-Paper: 2-D Biosignal Processing for Automation in Disease detection based on Deep Neural Networks, ড. বিকাশ পাল, প্রফেসর, ডিপার্টমেন্ট অব ট্রিপল-ই, ইমপেরিয়াল কলেজ, লন্ডন, প্রবন্ধ: Robust Volt-Var Control in Power Distribution, Dr. Khondkar Karim, CPA, ড. খন্দকার করিম, সিপিএ, একাউন্টিং ডিপার্টমেন্ট চেয়ার, প্রফেসর, একাউন্টিং, ইউমাস লোয়েল, যুক্তরাষ্ট্র, প্রবন্ধ: Theory and Practice: A Focus on Data Analytics, ড. বিপ্লব সিকদার, এসোসিয়েট প্রফেসর, ইসিই, ভাইস ডিন (গ্র্যাজুয়েট প্রোগ্রামস), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস), প্রবন্ধ: Security and Privacy for the Internet of Things, ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, প্রো ভাইস চ্যান্সেলর, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) প্রবন্ধ: Impact of Information and Communication Technology (ICT) in Textile Value Chain।

আমন্ত্রিত বক্তা হিসেবে ‘‘Potential Research Fronts in Solar Photovoltaic (PV) Technology” শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন ড. নওশাদ আমিন, প্রফেসর অব রিনিউয়েবল এনার্জি এন্ড সোলার ফটোভোল্টেইকস, ইনস্টিটিউট অব সাসটেইনেবল এনার্জি (আইএসই), ইউনিভার্সিটি টিনাগা ন্যাশনাল
(ইউএনআইটিইএন), মালয়েশিয়া। সম্মেলনের সকল ব্যয়ভার বহন করছে বিইউবিটি এবং এটি বাস্তবায়নে টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে রয়েছে আই.ইইই বাংলাদেশ সেকশন। ইন্টারন্যাশনাল কনফারেন্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানে: https://icsct.bubt.edu.bd/

এছাড়া কনফারেন্সে আয়োজনে বিশেষ ভূমিকা রাখছেন প্রফেসর ড. মো. আলী নূর, প্রো-ভাইস চ্যান্সেলর, বিইউবিটি; প্রফেসর মো. এনায়েত হোসেন মিয়া, সদস্য, বিইউবিটি ট্রাস্ট; প্রফেসর শান্তি নারায়ন ঘোষ, ডাইরেক্টর, আইকিউএসি-বিইউবিটি ও বিইউবিটি রিসার্স সেন্টার; প্রফেসর ড. আলী আহমেদ, ট্রেজারার ও ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপলায়েড সায়েন্সেস, বিইউবিটি; প্রফেসর সৈয়দ আনোয়ারুল হক, ডিন, ফ্যাকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিজ, বিইউবিটি; প্রফেসর ড. সৈয়দ সরফরাজ হামিদ, ডীন, ফ্যাকাল্টি অব ল’; বিইউবিটি, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব ইইই, বিইউবিটি; ড. এম ফিরোজ মৃধা, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব সিএসই, বিইউবিটি; ইশিতা দত্ত, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিইউবিটি; প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. রুবাইয়্যাৎ চৌধুরী, ড. আহমেদ ওয়াই সাবের, ড. কেভিন ডেভিস, প্রফেসর জিটা ভেইল, ড. এ কে এম আলমগীর, ড. মেহেদি হাসান, প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার, বিইউবিটি; উইং কমান্ডার (অব.) মো. মোমেনুল ইসলাম, প্রক্টর, বিইউবিটি; মোঃ সাইফুর রহমান, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব সিএসই, বিইউবিটি; আলমগীর কবির, সহাকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ইইই, বিইউবিটি প্রমুখ। কনফারেন্সের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মোঃ সাব্বির আহমেদ, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান (ভাঃ), ইংরেজি বিভাগ, বিইউবিটি এবং তারিন বিনতে এনাম, প্রভাষক, ইংরেজি বিভাগ, বিইউবিটি। সমাপনী অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনের দায়িত্বে আছেন কাজল কুমার দাশ, প্রভাষক, ইংরেজি বিভাগ, বিইউবিটি।