নড়াইলে পুলিশের ওপর হাম/লার ঘটনায় ১৬ জনের নামে মা/মলা

1
55
নড়াইলের লোহাগড়ায় সংঘ/র্ষে পুলিশের পি/স্তল ছি/নিয়ে নেয়ার ঘটনায় তিন মহিলা আ/টক
নড়াইলের লোহাগড়ায় সংঘ/র্ষে পুলিশের পি/স্তল ছি/নিয়ে নেয়ার ঘটনায় তিন মহিলা আ/টক

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় দুই পুলিশ কর্মকর্তার ওপর হাম/লার ঘটনায় ১৬ জনসহ অজ্ঞা/তনামা আরো ২৫/৩০ জনকে আসা/মি করে মা/মলা হয়েছে। গত (বৃহস্পতিবার) রাতে লোহাগড়া থানার এএসআই মিকাইল হোসেন বাদী হয়ে মাম/লা করেন। মা/মলায় প্রধান আসা/মি করা হয়েছে দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান সরদারকে।

এ ঘটনায় পুলিশ সোহানা (২৮), সেলিনা বেগম (৪২) ও জাহানারা বেগম (৫৫) নামে তিন নারী আসা/মিকে গ্রেপ্তার করেছে। তাঁদের বাড়ি কুমড়ি গ্রামে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমড়ি গ্রামে দুই পক্ষের সংঘ/র্ষ থামাতে গেলে উ/ত্তেজিত লোকেরা লোহাগড়া থানার এএসআই মীর আলমগীরকে কু/পিয়ে ও পি/টিয়ে তাঁর একটি পি/স্তল ছিনিয়ে নিয়ে যায়। দু’ঘন্টা পরে তা উদ্ধা/র হয়। মীর আলমগীর লোহাগড়া হাসপাতালে ভর্তি আছেন। ওই সময়ে মা/রধ/রের শি/কার হন অপর এএসআই মোঃ মিকাইল হোসেন। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, অন্য আসা/মিরা পালিয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।