নড়াইলে ধানবীজসহ কৃষি উপকরণ পাচ্ছেন ৬ হাজার প্রান্তিক কৃষক

0
11
নড়াইলে ধানবীজসহ কৃষি উপকরণ পাচ্ছেন ৬ হাজার প্রান্তিক কৃষক
নড়াইলে ধানবীজসহ কৃষি উপকরণ পাচ্ছেন ৬ হাজার প্রান্তিক কৃষক

স্টাফ রিপোর্টার

নড়াইলে আউশ প্রনোদণা কর্মসুচির আওতায় ৬হাজার প্রান্তিক কৃষক পাচ্ছেন ধানের বীজসহ কৃষি উপকরণ। এর মধ্যে রয়েছে ৫কেজি করে ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার।

মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায় ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল বিশ্বাস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রনোদণা কর্মসুচির আওতায় জেলায় নির্বাচিত ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ উপকরণ বিতরণ করা হবে। প্রতিজন কুষককে বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেওয়া হবে। এর মধ্যে সদর উপজেলার ২ হাজার ১০০ জন কৃষক, লোহাগড়া উপজেলায় ১হাজার ৯০০ জন কৃষক এবং কালিয়া উপজেলায় ২ হাজার কৃষক এসব সহায়তা উপকরণ পাবেন।