নড়াইলে গৃহহীন শাহানারা বেগমের নতুন ঘর

3
11
নড়াইলে গৃহহীন শাহানারা বেগমের নতুন ঘর
নড়াইলে গৃহহীন শাহানারা বেগমের নতুন ঘর

স্টাফ রিপোর্টার

মুজিববর্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, গৃহহীনদের বাসগৃহ নির্মাণ’ এশ্লোগানকে সামনে রেখে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের খাটোর মাগুরা গ্রামের গৃহহীন শাহানারা বেগমকে বসতঘর নির্মান করে দিলেন নড়াইলের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

এ উপলক্ষে সদর উপজেলার খাটোর মাগুরা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে শাহানারা বেগমকে বসতঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে নড়াইলের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যবৃন্দ নিজস্ব অর্থায়ণে ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে গৃহহীন শাহানারা বেগমকে এ বসতঘরটি নির্মান করে দিয়েছেন। টিনের ছাউনী দুই কক্ষবিশিষ্ট এ ঘরের সাথে রয়েছে রান্নাঘর ও বাথরুম।