নড়াইলে “উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0
14
নড়াইলে “উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নড়াইলে “উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে “উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইলের সহযোগীতায় ন্যাশানাল প্রোডকটিভিটি অর্গানাইজেশন (এনপিও ), শিল্প মন্ত্রণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশানাল প্রোডকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয়, ঢাকার পরিচালক (যুগ্ম- সচিব) নিশ্চিন্ত কুমার পোদ্দার।
এফবিসিসিআই এর পরিচালক ও নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর সভাপতি মির্জা নূরুল গণী শোভন (সিআইপ) এস বিশেষ অতিথি ছিলেন।

সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ মোট ৮০ জন এ সেমিনারে অংশগ্রহণ করছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্বের বিভিন্ন বিষয় এবং এ বিষয়ে কিখি করনীয় সে বিষয়ে বিস্তারিত সেমিনারে আলোচনা করা হয়।