নড়াইলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক মনীষীদের জীবন ও কর্মকথা শীর্ষক সেমিনার

3
13
নড়াইলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক মনীষীদের জীবন ও কর্মকথা শীর্ষক সেমিনার
নড়াইলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক মনীষীদের জীবন ও কর্মকথা শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার

নড়াইলে জেলার “সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সাংস্কৃতিক মনীষী এবং সংস্কৃতিজনদের জীবন ও কর্মকথা” শীর্ষক এক গবেষণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বার) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর আয়েজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি সাইফুর রহমান হিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

সভায় বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মলয় কুন্ডু, শিল্পকলা একাডেমীর সহ সভাপতি রওশনারা কবির লিলি, নড়াইল প্রেসক্লাবের সাধরণ সম্পাদক ও মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান ও চারণ কবি বিজয় ফাউন্ডেশনের কর্মকর্তা মৃ’ত্যুঞ্জয় রায়। সভায় প্রবন্ধ পাঠ করেন দেশ বরেণ্য জারি শিল্পী অধ্যক্ষ রওশন আলী। সভায় নড়াইলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সংস্কৃতিজনদের নিয়ে গবেষণা এবং তাঁদের সৃষ্ট কর্ম প্রকাশনার সিদ্ধান্ত গৃহীত হয়।