নড়াইলের জনস্বা’স্থ্যের নির্বাহী প্রকৌশলীর অফিস চত্ত্বরে রাখা পাই’পে আ’গুন

174
18
নড়াইলের জনস্বা'স্থ্যের নির্বাহী প্রকৌশলীর অফিস চত্ত্বরে রাখা পাই'পে আ'গুন
নড়াইলের জনস্বা'স্থ্যের নির্বাহী প্রকৌশলীর অফিস চত্ত্বরে রাখা পাই'পে আ'গুন

স্টাফ রিপোর্টার

নড়াইলের জনস্বা’স্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অফিস চত্বরে রাখা ন’লকু’পের পা’ইপে আ’গুন দেওয়ার অভিযো’গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ ঘট’না ঘ’টেছে। পরে ফা’য়ার সার্ভিস এর সদস্যরা এসে আ’গুন নিয়’ন্ত্রণে আনে।

অফিসের নৈ’শ প্রহরী কাজী মনসুর আলী জানান, অফিসের চত্বরে প্লা’ষ্টিকের পাই’প রাখা ছিল। রাত আড়াইটার দিকে হঠাৎ সেই পাই’পে আ’গুন জ্ব’লে উ’ঠতে দেখি এবং জো’রে শব্দ হতে শুনি। তিনি অভিযোগ করেন, একজন লোককে এ সময় ঘ’টনাস্থল থেকে দ্রু’ত পা’লিয়ে যেতে দেখি। তবে তাকে চিনতে পারিনি। আমার চি’ৎকারে অফিসে দোতলায় থাকা অন্য ষ্টাফরা এগিয়ে আসে। আমারা আ’গুন নিয়’ন্ত্রণে আনার চেষ্টা করি। পরে সংবাদ পেয়ে ফা’য়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আ’গুন সম্পূর্ন নিয়’ন্ত্রণে আনেন।

নড়াইল জনস্বা’স্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘ’টনায় নড়াইল সদর থা’নায় একটি সাধারণ ডায়ে’রী করা হয়েছে। ডায়ে’রী নং- ১২১২/২০। নড়াইল সদর থানার ওসি (অপা’রেশন্স) শিমুল কুমার দাশ বলেন, এ বিষয়ে ত’দ’ন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আই’নগত ব্যব’স্থা গ্র’হণ করা হবে।

উল্লেখ্য, এর আগেও কিছু দুর্বৃ’ত্তরা অফিসে এসে স’ন্ত্রা’সী কা’র্যকা’লাপ সহ অফিস স্টাফদের মা’রধ’র করার ঘ’টনাও ঘ’টেছে। তাদের ধারনা পূর্ব শ’ত্রুতার জে’র ধরে স’ন্ত্রা’সীরা এঘটনা ঘ’টাতে পারে।