নড়াইলে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ১১ দফা

3
17
নড়াইলে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ১১ দফা
নড়াইলে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ১১ দফা

স্টাফ রিপোর্টার

বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ-এর ১১ দ’ফা বাস্তবায়নে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) শহরের উৎসব কমিউনিটি সেন্টারে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি প্রকৌশলী বাবু শৈলেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে সংবাস সম্মেলনে বক্তব্য রাখেন, বৃহত্তর যশোর সমিতির সিনিয়র সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি লে. কর্নেল হাসান ইকবাল (ঢাকাস্থ নড়াইল সমিতির সাধারণ সম্পাদক), সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাছিরউদ্দীন প্রমুখ।

এ সময় যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরীঘাটে একটি সেতুনির্মাণ, বৃহত্তর যশোরের ৪টি জেলা নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরে ৪টি বিশেষ অর্থনৈতিক জোন ঘোষণাসহ ১১ দফা দাবীর পক্ষে মূল প্রবন্ধ উপস্থপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক কার্ত্তিক দাস, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।