নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন- ২০২০ এর উদ্বোধন

0
23
নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধন
নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন- ২০২০ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার

সারা দেশের সাথে নড়াইলেও জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় জেলা স্বা’স্থ্য বিভাগের আয়োজনে সদর হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সা*র্জন ডাঃ আব্দুল মোমেন।

ইড়াইল পৌর সভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস, সিভিল সা*র্জন অফিসের সিনিয়ার স্বা’স্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ম্যোল্যা ফোরকান আলী, সদর হাসপাতালের ডাক্তার, স্বা’স্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক’ট্রনিক মিডিয়ার এ সময় উপস্থিত ছিলেন।

এ বছর করো’না ভা’ইরাস সংক্র*মণের কারণে শি’শুর অভিভাবকদের থেকে অন্তত ৩ ফুট দূরত্ব ও শি’শুদের ক্ষেত্রে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে ৯ শত ৯২ টি ইপিআই কেন্দ্র সমূহে জেলায় মোট ৯৪ হাজার ২ শত ৫৫ জন শিশুকে (১-৫ বছর) ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর- ২০২০ পক্ষকাল ব্যাপী (০২ সপ্তাহ কর্ম দিবস) সকাল ১০ থেকে বিখাল ৪ টা পর্যন্ত ভিটামিন “এ” ক্যা*পসুল খাওয়ানো হবে।