মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে চিত্রা নদীর তীরে ঢাকার সাংস্কৃতিক সংগঠনের বৃক্ষরো’পণ

0
11
মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে চিত্রা নদীর তীরে ঢাকার সাংস্কৃতিক সংগঠনের বৃক্ষরো'পণ
মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে চিত্রা নদীর তীরে ঢাকার সাংস্কৃতিক সংগঠনের বৃক্ষরো'পণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার সাংস্কৃতিক সংগঠন নো’ঙরের পক্ষ থেকে চিত্রা নদীর তীরে ১শ’ বৃক্ষরো’পণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চিত্রা নদীর তীরে অবস্থিত বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লে*ক্স-এর মধ্যে গাছের চারা লা*গিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম, নো’ঙরের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরা’গী, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আসাদুর রহমান প্রমুখ।

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ১শ নদী শনাক্ত করে এসব নদীর তীরে বৃক্ষরো’পণ কার্যক্রমের অংশ হিসেবে এ বৃক্ষরো’পণ করা হয়। এছাড়াও সংগঠনটি নদীর অ*বৈধ দখ*ল, দূ*ষণ এবং নৌপথে দু’র্ঘটনারোধে সচেনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

জানা গেছে, এ পর্যন্ত সংগঠনটি সারা দেশে ৮৬টি নদীর তীরে বৃক্ষরো’পণ কার্যক্রম সম্পন্ন করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার শহরের কো’ল ঘেঁ*ষে বয়ে চলা চিত্রা নদীর তীরে এস এম সুলতানের কম*প্লেক্স সংলগ্ন সুলতান ঘাট, রূপগঞ্জ বাঁধাঘাট, চরেরঘাটসহ বিভিন্ন পয়েন্ট গাছের চারা রো’পণ করে।