নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে লোকসঙ্গীত অনুষ্ঠিত

2
13
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে লোকসঙ্গীত অনুষ্ঠিত
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে লোকসঙ্গীত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নড়াইল জেলা তথ্য অফিস কর্তৃক ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের ২০২০-২১ অর্থবছরের জিওবি খাতের প্রচার কার্যক্রমের আওতায় নড়াইল সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের দিঘলিয়া বাজার ও বাশগ্রাম বাজারে লোকসঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসের শিল্পী দল লোকসঙ্গীতের মাধ্যমে শি*শু ও না’রীর অ’ধিকার, শি*শুর মান’সিক বিকাশ, অটিজম, যৌ*তুক ও বা*ল্য বিবা*হ, না’রীর ক্ষ*মতায়ন, মা*দক ও জ*ঙ্গীবাদ প্রতিরো*ধ, ডে*ঙ্গু প্রতিরো*ধ, করো’না ভাইরাস সংক্র*মণে ঝুঁ*কি রো*ধে করণীয় ব্যাপারে উপস্থিত সবাইকে সচেতন করেন। এছাড়া দেশের চলমান উন্নয়নের অগ্রগতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, দেশের উন্নয়ন নিয়ে সরকারের ভাবনাগুলো উপস্থাপন করেন।