সড়কে নিহ*ত পর্বতারো’হী রত্না হ*ত্যার বি’চারের দাবীতে নড়াইলে প্রতিবা*দ সভা

3
12
সড়কে নিহ*ত পর্বতারোহী রত্না হ*ত্যার বি'চারের দাবীতে নড়াইলে প্রতিবা*দ সভা
সড়কে নিহ*ত পর্বতারোহী রত্না হ*ত্যার বি'চারের দাবীতে নড়াইলে প্রতিবা*দ সভা

স্টাফ রিপোর্টার

ঢাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে মাইক্রোবাস চা*পায় নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদা’হ গ্রামের মু’ক্তিযো’দ্ধা (বীর বিক্রম) আফজাল হোসেন শিকদারের কনিষ্ঠ কন্যা পর্বতারো’হী ও শিক্ষক রেশমা নাহার রত্নাকে হ*ত্যায় জ*ড়িতদের দৃ*ষ্টান্তমূলক শা*স্তির দা’বীতে লোহাগড়ায় প্রতিবা*দ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দ্রুত বি*চারের দা*বীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর উদ্যোগে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে উপজেলা চেয়ারম্যান এসএমএ হান্নান রুনুর সভাপতিত্বে প্রতিবা*দ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক খান আমিরুল ইসলাম, অধ্যাপক কবির হোসেন, প্রধান শিক্ষক হাসানুজ্জামান, লক্ষীপাশা বাজার বনিক সমিতির সভাপতি বিএম লিয়াকত হোসেন, নিরাপদ সড়ক আ*ন্দোলনের জেলা সভাপতি সাংবাদিক খাইরুল আলম, শিক্ষক নেতা হান্নান বিশ্বাস, মফিজুর রহমান, ইকতিয়ার রহমান, আরিফ হোসেন,সাংস্কৃতিক কর্মী মিলু ঠাকুর, লিটন রেজা, যুবলীগ নেতা ছদরউদ্দীন শামীম, শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান মিন্টু ও নিহ*তের বড় ভাই সেলিম শিকদার প্রমুখ। সমাবেশে বক্তারা রত্না হ*ত্যায় জ*ড়িতদের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবী জানান। কর্মসূচী শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, পর্বতারো*হী, সাংস্কৃতিক কর্মী, দৌড়বিদ, সাইক্লিষ্ট ও শিক্ষক রেশমা নাহার রত্না গত ৭ আগষ্ট সকালে ঢাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইকেল চালানোর সময় মাইক্রোবাস চা*পায় নিহ*ত হয়। এ ঘটনায় ওই দিন নিহ*তের ভগ্নিপতি মনিরুজ্জামান বা’দী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হ*ত্যা মা*মলা দা’য়ের করেন। পুলিশ এ ঘটনার সাথে জ*ড়িত থাকার অভিযো*গে গাড়ীর চালক ব্যাংক কর্মকর্তা এসএম দারুস সালামকে আ*টক এবং মাইক্রোবাসটি জ*ব্দ করে। আট*ক ব্যাংক কর্মকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকা*রোক্তিমূলক জবা*নব*ন্দি প্রদান করেছেন। আলোচিত মামলাটি বর্তমানে পুলিশের ত*দন্তাধীন রয়েছে।