নড়াইলে কালিয়া পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা

0
24
নড়াইলে কালিয়া পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা
নড়াইলে কালিয়া পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার

নড়াইলে কালিয়া পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় কালিয়া পৌরসভায় কালিয়া পৌরবাসির ভাগ্য উন্নয়নে ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত (উন্নয়ন খাতে ৫ কোটি ৫০ লক্ষ ৬৪ হাজার ৩ শত ৮৬ টাকা ও রাজস্ব খাতে ১ কোটি ৫৯ লক্ষ ৪৪ হাজার ৯ শত ৫৯ টাকার) সর্বমোট প্রায় ৮ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা হতে করেন কালিয়া পৌরসভায় মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা,কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,কালিয়া পৌরসভার সচিব মোঃ মনিরুজ্জামান, কালিয়া পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

কালিয়া পৌরসভায় মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীকে তার বিদে*হী আ*ত্মার মাগ*ফিরাত কামনা করে সর্ব প্রথম কৃতজ্ঞতা জানিয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহুম শহিদ মুক্তিযোদ্ধা এখলাছ উদ্দিন আহম্মেদকে। যিনি কালিয়া পৌরসভা গঠনে অগ্রনী ভুমিকা রাখেন। সফলতার সাথে দীর্ঘ্য সাড়ে ৪ বছর কালিয়া পৌরসভার জনগনের সেবা করেছি। এ জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় সংসদ সদস্য কবিরুল হক মুক্তি মহোদয়কে। যাদের সু নজরে কালিয়া পৌরসভার উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। সরকারের বিধি বিধান অনুসারে এটাই নির্বাচিত এই পরিষদের শেষ বাজেট।