নড়াইলে নতুন ৪ জনের করোনা শনাক্ত

0
141
করোনাভাইরাসঃ নড়াইলে ৭২জন প্রবাসী কোয়ারেন্টাইনে
কোয়ারেন্টাইন ও করোনাভাইরাস

স্বাস্থ্য ডেস্ক

করোনাভাইরাসে আ’ক্রান্ত নড়াইলের ৪জনকে শনাক্ত করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ জনের করোনাভাইরাস শনাক্তের মধ্যে তাদেরও করোনা পজিটিভ এসেছে। রবিবার (৩১ মে) তাদের নমুনা পরীক্ষার পর খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন যে রবিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মে’শিনে মোট ১৮৯ জনের ন’মুনা পরী’ক্ষা করা হয়েছে। এর মধ্যে খুলনা জেলার ন’মুনা ছিলো ৩৪টি। এদের মধ্যে মোট ২৪ জনের ন’মুনা পরী’ক্ষার রিপোর্ট প’জিটিভ এসেছে।

তিনি আরও জানান, খুলনায় আ’ক্রান্তদের মধ্যে ৫ জনই মহানগরীর বাসিন্দা, এদের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য। তারা মহানগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা। এদের সম্পর্কে স্বামী (৪৫)-স্ত্রী (৩২) ও তাদের ছেলে (১১)। একজন নগরীর জোড়াগেট এলাকার বাসিন্দা (২৫), আরেকজন লবণচরা এলাকার বাসিন্দা (৪৮)। অপরজন দাকোপ উপজেলার চুনকুড়ি এলাকার এক নারী (২৩)। এছাড়াও খুমেকের ল্যাবে বাগেরহাট জেলার ফকিরহাটের ২ জন, ঝিনাইদহ জেলার ৫ জন, যশোর জেলার ২ জন, নড়াইল জেলার ৪ জন ও মাগুরা জেলার ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।