নড়াইলে করোনাভাইরাস সংক্র’মণ প্রতিরো*ধে সেফটিশপ অনলাইন মার্কেটের উদ্বোধন

0
30
নড়াইলে করোনাভাইরাস সংক্র'মণ প্রতিরো*ধে সেফটিশপ অনলাইন মার্কেটের উদ্বোধন
নড়াইলে করোনাভাইরাস সংক্র'মণ প্রতিরো*ধে সেফটিশপ অনলাইন মার্কেটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে করোনা ভাইরাস সংক্র’মণ প্রতিরো*ধে নড়াইল সেফটিশপ অনলাইন মার্কেট এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইল এর সহযোগিতায় সেফটিশপ নামে একটি বে-সরকারি সংগঠন এর আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

সিভিল সা*র্জন ডাঃ আব্দুল মোমেন, জেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মঞ্জুর, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আব্দুর শাকুর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আনজুমান আরা জানান, করোনা ভাইরাস সংক্র’মণ প্রতিরো’ধে জেলার মানুষের কথা চিন্তা করে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ ব্যবস্থা চালু করা হলো। এই অনলাইন মার্কেটের মাধ্যমে ক্রেতা বাড়ী বসে ফোন/এ্যাপসের মাধ্যমে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অর্ডার দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে তার অর্ডারকৃত মালামাল বাড়ী পৌঁছে দেয়া হবে। এতে করে তাকে আর বাড়ীর বাহিরে বের হতে হবে না।