জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১১ জন করোনায় আক্রান্ত

0
7
সাপ্তাহিক ছুটির দিনে ভোক্তার অভিযান, ৪৬টি প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকার জরিমানা
সাপ্তাহিক ছুটির দিনে ভোক্তার অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের ৪ জন কর্মকর্তা ও ১জন গাড়ি চালকসহ মোট ৫ জন আজ বুধবার (২০ মে) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট নয় জন কর্মকর্তা ও দুইজন গাড়ি চালক রয়েছেন যাদের করোনা পজিটিভ এসেছে।

অধিদপ্তরে নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আফরোজা রহমান, সহকারী পরিচালক তাহমিনা বেগম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও মাহমুদা আক্তার এবং অধিদপ্তরের গাড়িচালক সোহেল আহমেদ।

এর আগে অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনায় আক্রান্ত হন। সব মিলিয়ে এখন পর্যন্ত অধিদপ্তরের ১১ জন করানায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, বর্তমানে অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ে ১৭ জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ৯ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের স্ত্রী, পুত্র, কন্যা আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি চলছে। এ সময়ে বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিন মাঠে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। নিয়মিত বাজার তদারকি করে বিভিন্ন পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভূমিকা রেখেছে অধিদপ্তর।