নড়াইলে সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত জীবাণুনাশক টানেলের উদ্বোধন

0
12
নড়াইলে সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত জীবাণুনাশক টানেলের উদ্বোধন
নড়াইলে সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত জীবাণুনাশক টানেলের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত জীবাণুনাশক টানেলের উদ্বোধন করা হয়েছে। ১৪ তারিখ সকাল ১১টায় এ জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ৫৫পদাতিক ডিভিশনের ৫৫ আ*র্টিলারি ব্রি*গেড কমা*ন্ডার ব্রিগে*ডিয়ার জে*নারেল আই.কে.এম মোস্তাহসেনুল বাকী।

এসময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, যশোর সেনানিবাসের ৮ ফিল্ড রেজি*মেন্ট আ*র্টি*লারির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর দেওয়ান মঞ্জুরুল হক পিএসসি, নড়াইল পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ টানেলটি নির্মাণ করা হয়েছে। সেনা প্রধানের নির্দেশে নড়াইল জেলার সাধারণ মানুষ ও যানবাহনকে জীবাণু*মুক্ত করার জন্য প্রাথমিকভাবে এ টানেল নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।